কোটি টাকায় বিক্রি হলো খুঁজে পাওয়া জিন্স প্যান্ট
ডেস্ক রিপোর্ট
289
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ১১:১২:২৪ এএম
কোটি টাকায় বিক্রি হয়েছে একটি জিন্স প্যান্ট। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার উপকূলে ১৮৫৭ সালের একটি জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ডুবে থাকা ট্রাঙ্কের ভিতর খুঁজে পাওয়া গেল ‘বিশ্বের সবথেকে পুরনো জিন্স! এর আগে এত পুরনো কোনো জিন্স খুঁজে পাওয়া যায়নি।
সেই জিন্স নিলামে ওঠানোর পর ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলারে তা বিক্রি হয়। যা বাংলাদেশ টাকা ১ কোটি ১৭ লাখ টাকার উপরে। এটি জাহাজের কোনো শ্রমিকের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।
পুরনো ওই জিন্সে এ পাঁচটি বোতাম রয়েছে। সাদা এই জিন্স আমেরকার বিখ্যাত ব্যবসায়ী লেভি স্ট্রস তৈরি করেছিলেন। লেভি স্ট্রস ছিলেন বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সুপরিচিত জিন্স নির্মাতা। যদিও অনেকের মতে এই জিন্স লেভি স্ট্রসের তৈরি করা জিন্স থেকেও পুরনো। কারণ স্ট্রস ১৮৭৩ সালে প্রথম জিন্স তৈরি করেন। সেই সময়ের খনি শ্রমিকদের ব্যবহারের জন্য এই প্যান্ট তৈরি করা হয়।
ইতিহাসবিদ ট্রেসি পানেক বলেন, ‘‘এই জিন্স স্ট্রসের তৈরি নয় এবং আমি বিশ্বাস করি না যে এটি কোনো খনি শ্রমিকের প্যান্ট।’’ এই জিনস্ কার তৈরি করা তা নিয়ে বিতর্ক তৈরি হলেও এই প্যান্ট যে ১৮৫৭ সালের ১২ই সেপ্টেম্বর-এর আগে তৈরি করা হয়েছিল তা নিয়ে সকলেই নিশ্চিত। কারণ ওই জাহাজটি ওই দিনেই ডুবে গিয়েছিল।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪