ঢাকা মঙ্গলবার
০৩ ডিসেম্বর ২০২৪
১৪ নভেম্বর ২০২৪

ট্রাম্পের বিরুদ্ধে চার অভিযোগ দায়ের 


ডেস্ক রিপোর্ট
285

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:১২:২৭ এএম
ট্রাম্পের বিরুদ্ধে চার অভিযোগ দায়ের  ফাইল-ফটো



যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন তার সমর্থকরা।

এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালান তারা। এ বিষয়টি তদন্তে গঠিত কমিটির সদস্যরা এই হামলার পেছনে ট্রাম্পের সম্পৃক্ততা পেয়েছেন।

ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের সম্পৃক্ততা এবং উস্কানি নিয়ে দীর্ঘ ১৮ মাস তদন্ত করেন কমিটি। এরপর ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনার সুপারিশ করেছেন তারা। এর মধ্যে রয়েছে- দ্রোহিতায় উস্কানি ও সহযোগিতা করা, সরকারি কাজে বাধা, যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার চক্রান্ত এবং মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্র করা।

কংগ্রেসের তদন্ত কমিটির সুপারিশের বিরুদ্ধে বিবৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প একে ‘ক্যাঙ্গারু আদালত’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগে বিচার করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। কংগ্রেসের তদন্ত কমিটির সুপারিশ পালন করতে বাধ্য নন তারা। কংগ্রেসের তদন্ত কমিটি যে সুপারিশ করেছে তা পুরোটাই প্রতীকী।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচন স্বচ্ছ ছিল। কিন্তু এটিকে তিনি শুরু থেকেই বিতর্কিত করার চেষ্টা করেন। ফলে সহিংসতা শুরুর আগে সরকারি কর্মকর্তা, বিচার বিভাগ এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে দিয়ে নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু এতে ব্যর্থ হয়ে দাঙ্গা উসকে দেন তিনি।


আরও পড়ুন: