আকাশী-সাদা স্কোয়াডের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যম
খেলা ডেস্ক
263
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:১২:০৭ এএম
রোমাঞ্চকর এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই জয় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আকাশী-সাদা স্কোয়াডের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যমও। সারা বিশ্বের সব সংবাদমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খবর।
তাতে কি নেই? সাহিত্য আর আবেগের মিশেলে নানা রকমের উপমায় মেসিদের বিজয়গাঁথা নিয়ে সবটুকু নিংড়ে দিয়েছেন খ্যাতিমান সব লেখক আর ক্রীড়া সাংবাদিকের দল। কিংবদন্তি, সর্বশ্রেষ্ঠ ও অমরত্বের আসনে তারা অবলীলায় বসিয়ে দিয়েছে লিওনেল মেসি নামের এক জাদুকরকে।
আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম পাজিয়ান টুয়েলভ লিখেছে, 'খোলা আকাশে যেন চেরি ফুল হয়ে ফুটেছে আকাশি, নীল ও সাদা।’ আর্জেন্টিনার মানুষের উদ্যাপন যেন বাধনহারা ছিল। ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন, আবার উদ্যাপনেও।’
আরেক পত্রিকা ক্লারিনের সাংবাদিক হুয়াইন ক্রুজ পাঠককে মনে করিয়ে দিয়েছেন ফুটবলের সঙ্গে জীবনের সম্পৃক্ততা, ‘গোলাপ আর কাঁটা দিয়েই তৈরি ফুটবল। মেসি, ৩৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, যে ট্রফিটা তার জন্মের এক বছর আগেই নিয়তি নির্ধারিত ছিল।’
আর্জেন্টিনার জয়ের এই আবেগ উন্মাদনা ছড়িয়ে পড়েছেন সুদূর এই বাংলাদেশেও। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সমকাল তাদের মূল পাতার শিরোনাম দিয়েছে, 'জাদুকরের মাথায় মুকুট'। একই বন্দনায় মেতেছে বাকি পত্রিকাগুলোও।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে প্রথম পাতায় লিখেছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ আর্জেন্টিনার আরেক রক্ষণশীল দৈনিক লা নাসিওনের শিরোনাম, ‘ইতিহাসের সেরা ফাইনাল।’ ক্লারিন বর্ণনা করেছে এই ম্যাচকে অবিস্মরণীয় হিসেবে।
ইংলিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘জি ও এ টি’ (GOAT)। মাঝখানে টি অক্ষরের আগের এল অক্ষরটি লাল কালি দিয়ে কেটে দিয়েছে তারা। ব্রাজিলের ও গ্লোবোর শিরোনাম, ‘ফুটবল তার দায় শোধ করল।’ স্পেনের এল পাইস লিখেছে, ‘শেষ পর্যন্ত মেসির মাথায় মুকুট।’
এশিয়াজুড়েই রয়েছে মেসির প্রচুর সমর্থক। ভারতের দ্য হিন্দুর খবরে লেখা হয়েছে, মেসির সঙ্গে তার দলের ভাগ্যও লেখা ছিল। আর দক্ষিণ কোরিয়ার পত্রিকা হানকুক ইলবোর মেসিকে নিয়ে শিরোনাম, ‘ফুটবলের ঈশ্বর।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪