কাতার বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করছে গোল ডট কম
খেলা ডেস্ক
262
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ১২:১২:১০ পিএম
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামল কাতার বিশ্বকাপের। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বীরত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে ফুটবলে ফের লাতিন আধিপত্য ফেরার ইঙ্গিত দেয় আলবিসেলেস্তেরা। ফুটবল পরাশক্তি ফ্রান্সের সঙ্গে ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। এবারের বিশ্বকাপে বদলেছে অনেক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, যৌথভাবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড, নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও হয়েছে কাতারে। সব কিছু বিবেচনা করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে নিজেদের সেরা একাদশ নির্বাচন করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম। গোল ডট কমের নির্বাচিত সেরা একাদশে স্থান পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের পাঁচজন। নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এছাড়া রানার্সআপ দলের তিন ফুটবলার রয়েছেন এই একাদশে। বাকি তিন জনের মধ্য সেমিফাইনালিস্ট মরক্কোর দুই জন ও ক্রোয়েশিয়ার একজন জায়গা পেয়েছেন।
চলুন দেখে নেয়া যাক গোল ডট কমের চোখে সেরা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক, আর্জেন্টিনা), আশরাফ হাকিমি (মরক্কো), নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা), জসকো জিভারদিওল (ক্রোয়েশিয়া), থিও হার্নান্দেজ (ফ্রান্স), সোফিয়ান আমরাবাত (মরক্কো), এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা), আন্তেনিও গ্রিজম্যান (ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ও জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪