জনতার মুখোমুখি হবেন মাশরাফি
ডেস্ক রিপোর্ট
276
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ | ০৩:১২:৪৮ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে জনতার মুখোমুখি হবেন। ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ স্লোগান নিয়ে বুধবার (২১ ডিসেম্বর) ব্যতিক্রমী এ আয়োজন শুরু হবে সদরের হবখালী ইউনিয়ন থেকে। মাশরাফি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আলোচনা করবেন সংশ্লিষ্ট ইউনিয়নের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে যেকোনো রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপির কাছে প্রশ্ন করতে পারবেন। জানা গেছে, বুধবার (২১ ডিসেম্বর) হাড়িগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করছে হবখালী ইউনিয়ন পরিষদ। এছাড়া লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল মাদরাসা প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় এবং একই উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টায় সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। মাশরাফির একান্ত সচিব জামিল আহমেদ গণমাধ্যমকে জানান, নড়াইল-২ আসনের আওতাধীন ২০টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এ কর্মসূচি হবে। সংসদ সদস্যের নির্দেশনায় ইউনিয়ন পরিষদগুলো এ কর্মসূচির আয়োজন করবে। এতে ইউনিয়ন পরিষদের সব জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেবেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪