ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

জাকির-শান্তর বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ


খেলা ডেস্ক
149

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ | ১১:১২:২৩ এএম
জাকির-শান্তর বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ ফাইল-ফটো



চট্টগ্রামে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে ঢাকা টেস্টে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এমন ম্যাচে দিনের শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু টিকতে পারলেন না। তাদের বিদায়ে দারুণ শুরু করা বাংলাদেশ এখন ব্যাকফুটে।

তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২ উইকেটে ৭৫। ৩৭ বলে ১৯ রানে খেলছেন মুমিনুল। সাকিব আল হাসানের রান ৩৬ বলে ১৬।

মিরপুরের শিশির ভেজা উইকেটে দুর্দান্ত বোলিং করছেন ভারতীয় পেসাররা। কঠিন সময়ে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুই বাঁহাতি ওপেনার খেলছিলেন বাড়তি সতর্কতার সঙ্গে। তবে ধৈর্য্য ধরে রাখতে পারলেন না।

উমেশ যাদবের বলে সিরাজের হাত থেকে বেঁচে গেলেও সুযোগটা কাজে লাগাতে পারলেন না জাকির। উনাদকাটের বলে ১৫ রানের মাথায় দলনেতা লোকেশ রাহুলের হাতে উইকেটের পেছনে ক্যাচ দিতে ফেরেন তিনি।

জাকিরের বিদায়ের দুই বল পরই রবিচন্দ্রন আশ্বিনের বলে লেগ বিফোরের ফাদে পরে বিদায় নেন শান্তও (২৪)। শান্ত চেয়েছিলেন আশ্বিনের বলটা ছেড়ে দিতে। কিন্তু লাভ হলো না। বল গিয়ে লাগলো তার প্যাডে। আর তাতেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার।


আরও পড়ুন: