ঢাকা বুধবার
২৪ এপ্রিল ২০২৪
২১ এপ্রিল ২০২৪

পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি


ডেস্ক রিপোর্ট
158

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৩১ এএম
পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি ফাইল-ফটো



রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, আর পাঁচ বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শীত না বাড়লেও শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়নমনসিংহ ও সিলেট বিভাগে দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকতায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


আরও পড়ুন: