তিন তারকা ছাড়াই পিএসজির বড় জয়
বিশেষ প্রতিনিধি
278
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২৩ | ১২:০১:৩৯ পিএম
পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে আগেই জানিয়েছিলেন, অনুশীলন করলেও লিওনেল মেসি ও নেইমারকে কিছু দিন রেস্টে রাখতে চান তিনি। দলটির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাঠিয়েছেন ছুটিতে। এমবাপ্পের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন আশরাফ হাকিমিও। চার তারকাকে ছাড়াই কোপ দে ফ্রান্সের ম্যাচে শাতোরুর মুখোমুখি হয় পিএসজি।
ফ্রেঞ্চ লিগের তৃতীয় স্তরের দলটির বিপক্ষে আক্রমণভাগের প্রধান তারকাদের ছাড়াই ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ‘রাউন্ড অব ৬৪’ এর ম্যাচে জয় নিশ্চিত করে টুর্নামেন্টের ‘রাউন্ড অব ৩২’তে উঠেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।
ম্যাচের ১৩ মিনিটেই ঘারবির কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দেন উগো একিতিক। তবে ৩৭তম মিনিটে সেই গোল শোধ করে দেয় স্বাগতিকরা। প্রথমাধে আর গোলের দেখা পায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। দুই দল বিরতিতে যায় ১-১ সমতায়।
বিরতির পর একের পর এক আক্রমণ করেও দ্বিতীয় গোলটি আর পাওয়া হচ্ছিল না পিএসজির। অবশেষে ম্যাচের ৭৮তম মিনিটে এসে স্বস্তির গোলটি পায় পিএসজি। একিতিকের হেড আটকে দিয়েছিলেন শাতোরু গোলরক্ষক পল দেলেক্রস। তবে হাতে জমাতে পারেননি। সামনে থাকা কার্লোস সোলের কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। পরে যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান রার্নাট।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪