সন্তানদের জন্য লিঙ্গ বদলে ‘নারী’ হলেন বাবা
ডেস্ক রিপোর্ট
292
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২৩ | ০৩:০১:০১ পিএম
এক বাবা তার সন্তানদের কাছে রাখার জন্য নিজেই পরিচয়ই পাল্টে নিলেন। পিতৃত্বের কাছে পরাজিত হলো নিজের জন্মগত পরিচয়! বিবাহবিচ্ছেদের পর সন্তানকে কাছে পেতে চান, আইন মেনে লিঙ্গ বদলে ‘নারী’ হলেন বাবা।
ইচ্ছামাফিক নয়, বরং রীতিমতো আইন মেনে নিজের লিঙ্গ বদলালেন রেনে সালিনাস রামোস নামের ইকুয়েডরের এক ব্যক্তি। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর সন্তানদের নিজের কাছে পেতেই এমন পদক্ষেপ, দাবি রেনের। সন্তানদের কাছে পেতে যাতে লিঙ্গ কোনো বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্যই এমন কাজ, দাবি ঐ ব্যক্তির।
সম্পর্ক ভাঙার পর সন্তান কার কাছে থাকবে, তার সিদ্ধান্ত নেয় আদালতই। কিন্তু ইকুয়েডরের আইন অনুসারে, অধিকাংশ ক্ষেত্রেই নাবালিকা সন্তানের দায়িত্ব পান মা। সন্তানদের কাছে পেতে যাতে লিঙ্গ কোনো বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্যই এমন পদক্ষেপ, দাবি রেনের।
সংবাদমাধ্যমে রেনের দাবি, এখন তার দুই নাবালিকা কন্যা তাদের মায়ের কাছে রয়েছে। কিন্তু তাদের মা খুবই অত্যাচার করেন দুই কন্যার উপর। এমনকি, গত ৫ মাস দুই কন্যার সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রেনের। ঐ ব্যক্তির দাবি, দেশের আইন যেহেতু এই সব ক্ষেত্রে মায়ের কথাই শোনে, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে দুই কন্যাকে আটকে রেখেছেন তার সাবেক স্ত্রী। কিন্তু তিনি কেবল ভরণপোষণের দায়িত্ব নিয়ে ক্ষান্ত হতে চান না, দুই কন্যাকে ভালোবাসা দিতে চান তিনি।
সেই লক্ষ্যে গত বছরের ৩০ ডিসেম্বর সিভিল রেজিস্ট্রি অফিসে আইনত নিজের লিঙ্গ বদলে পুরুষ থেকে নারী করেছেন রেনে। তার আশা, শারীরিক ভাবে পুরুষ হলেও এই লিঙ্গপরিচয় বদলের পর তিনি আর দুই সন্তানের বাবা নয়, আইনত তাদের মা বলেই গণ্য হবেন। ইকুয়েডরের আইন বিশারদদের কেউ কেউ বলেছেন, লিঙ্গপরিচয় বদলের আইনটি আনা হয়েছে মূলত রূপান্তরকামী মানুষদের জন্য। কিন্তু তার এমন প্রয়োগের ঘটনা আগে শোনা যায়নি। তাই বিষয়টি আইনত কতটা বৈধ, তা এখন পর্যন্ত বোঝা সম্ভব নয় বলেই মত ইকুয়েডরের আইনজীবীদের একাংশের।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
সাগরে লঘুচাপ, রংপুর বিভাগে বন্যার শঙ্কা
২৬ সেপ্টেম্বর ২০২৪
"প্যারাডক্সিক্যাল সাজিদ: বিজ্ঞানের আলোকে ধর্মের যুক্তি"
১২ সেপ্টেম্বর ২০২৪
কেন খাবেন চিয়া সিড?
১১ সেপ্টেম্বর ২০২৪
খাঁটি ঘি এর নিশ্চয়তা দিচ্ছে একতা মার্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪
"আর রাহীকুল মাখতুম" রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সংগ্রামের বিবরণ
০৯ সেপ্টেম্বর ২০২৪
রান্নার স্বাদ বাড়াতে একতা মার্টের মসলার
০৭ সেপ্টেম্বর ২০২৪