ব্রাজিলে চলছে ধরপাকড় গ্রেপ্তার ১৫শ’
ডেস্ক রিপোর্ট
435
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৪১ এএম

সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে ব্রাজিলে গ্রেপ্তার হয়েছেন ১৫শ’ জনেরও বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীরা পিছু হটলেও পরিস্থিতি বেশ উত্তাল।
এদিকে, অসুস্থ বলসোনারেকে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে।
থমথমে পরিস্থিতি ব্রাজিলে। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলা নজিরবিহীন সহিংসতা নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রেসিডেন্ট লুলা দি সিলভার সরকার।
কংগ্রেসের নিয়ন্ত্রণ ফের প্রতিষ্ঠা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত ১৫শ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস সামরিক বাহিনীর সদর দপ্তরের সামনে এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের অবস্থান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর তাঁবু গুটিয়ে নিচ্ছেন তারা।
সাময়িকভাবে পিছু হটলেও বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দেশের শাসনভার নিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের দাবি তাদের।
এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতারা। লাতিন আমেরিকার নেতারাও লুলার পক্ষে সমর্থন জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে, সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ভবন ও সুপ্রিম কোর্টে বলসোনারোর হাজার হাজার সমর্থকের নজিরবিহীন তাণ্ডবের একদিন পর তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এলো।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪