আলজেরিয়ায় রুম হিটার থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ১৭ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
284
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ | ১২:০১:১৫ পিএম
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় রুম হিটার থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী আলজিয়ার্স থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বোও সাদা নামক একটি স্থানে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যারা রাতে হিটার ছেড়ে ঘুমিয়েছিলেন।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সেতিফ প্রদেশে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে প্রাণ হারিয়েছেন তারা।
উত্তর-পূর্বাঞ্চলের আরেক শহর মোস্তাগানেমে দু’জন মানুষ দমবন্ধ হয়ে মারা গেছেন। তাদের সবার মৃত্যুর সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাসের সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
শীত থেকে বাঁচতে দেশটিতে সাম্প্রতিক সময়ে বেড়েছে রুম হিটারের ব্যবহার। আর এই সুযোগ ব্যবহার করে একটি অসাধু চক্র নিম্নমানের রুম হিটার তৈরি করে বাজারে ছেড়েছে। যেগুলো থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে একাধিক স্থানে প্রাণহানীর ঘটনা ঘটেছে।
জানা গেছে, সাধারণ মানুষ নিজেদের উষ্ণ রাখতে যেসব হিটার ব্যবহার করছেন সেগুলো তরল জ্বালানি অথবা প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে চালানো হয়। যখন এসব হিটার চলে তখন এগুলো থেকে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। কিন্তু কোনো গন্ধ না থাকায় একটা সময় গ্যাসের প্রভাবে মানুষের দমবন্ধ হয়ে মৃত্যু হয়।
আলজেরিয়ার জরুরি পরিষেবা সংস্থা সতর্কতা দিয়ে বলেছে, ‘বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে, হিটার ত্রুটিপূর্ণ হলে, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে এগুলো থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হতে পারে। যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হতে পারে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪