ঢাকা বৃহস্পতিবার
২৮ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে অজি নারীদের হারালো টাইগ্রেসরা


ডেস্ক রিপোর্ট
153

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৫০ পিএম
বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে অজি নারীদের হারালো টাইগ্রেসরা ফাইল-ফটো



নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের আসরে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মেয়েদের হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের ম্যাচে অজি মেয়েদেরকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৩ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার। তার ৪০ বলে ৪২ রানের ইনিংসটি জয়ের ভীত গড়ে দেয়। অপরাজিত দুই ইনিংসের মাধ্যমে বাকি কাজটা সম্পন্ন করেন স্বর্ণা আক্তার (২৩) ও সুমাইয়া আক্তার (৩১)।

এর আগে দক্ষিণ আফ্রিকার বেননিতে অবস্থিত উইলোমুর পার্কে উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা। টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাসের জোড়া আঘাতে কিছুটা চাপে ছিল অজি মেয়েরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন দিশা। ৬ বলে ৫ রান করে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কেট পেল্লে। ব্যক্তিগত প্রথম ওভারে সাফল্যের পর ফের বল হাতে তুলে নিয়ে প্যারিস বোড্লারকে ফেরান দিশা। ৬ বলে ৭ রান করেছিলেন অজি এ ওপেনার।

তবে শুরুর ধাক্কা সামলে ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়ার কিশোরীরা। মুর ৫১ বলে ৫২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেয়া হেওয়ার্ড ৩৯ বলে ৩৫ রান করেছেন।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান। দিশা ছাড়াও জোড়া উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।


আরও পড়ুন: