ঢাকা শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪
১৮ এপ্রিল ২০২৪

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৪০


ডেস্ক রিপোর্ট
170

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০২:০১:৩৮ পিএম
নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৪০ ফাইল-ফটো



নেপালে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি পোখারার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, পোখারা বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে ল্যান্ডিং করার সময় ঘটনাটি ঘটে। বৈরি আবহাওয়ার জন্য এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান ও ২ জন কোরিয়ান ছিলেন। একই সাথে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন।

একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: