পাওয়ার-ভলিউম বাটন থাকছে না আইফোনের নতুন সিরিজে
ডেস্ক রিপোর্ট
305
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:২৩ পিএম
আইফোন ১৪ সিরিজ নিয়ে সব উন্মাদনার সমাপ্তি ঘটলো! এবার পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ সিরিজ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। অ্যাপলের নতুন ডিভাইস সম্পর্কে একাধিক তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, নতুন আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণে ভলিউম ও পাওয়ার বাটন নাও থাকতে পারে। যদি সত্যি সত্যিই বাদ পড়ে যায় তাহলে এর বদলে আসতে পারে সলিড-স্টেট টগল ও হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তি। এর মাধ্যমেই ভলিউম ও পাওয়ার কন্ট্রোল করতে হবে। জনপ্রিয় অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও বলেন, অ্যাপলের আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে সলিড-স্টেট পাওয়ার এবং ভলিউম রকার বাটন দেখা যাবে। বর্তমান প্রজন্মের আইফোনে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। আর এই নতুন সলিড-স্টেট বাটন ডিজাইনটি আইফোন ৭, ৮-এর হোম বাটন ডিজাইনের মতো হবে। এক টুইটে কুও বলেছেন, ব্যবহারকারীকে হাতে স্পর্শ করা বাটন চাপের অনুভূতি দিতে আইফোনের আসন্ন মডেল দুটির ডান ও বামপাশে দুটি ট্যাপটিক ইঞ্জিন যোগ করতে হবে অ্যাপলকে। ফিজিক্যাল পাওয়ার এবং ভলিউম বাটন অপসারণ করা হলে পানি ও ধুলোকণা জমবে না, যার ফলে নতুন আইফোন আরও টেকসই হবে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ফোন আপডেট দেবেন যেসব কারণে
১৭ মার্চ ২০২৪
ডোমেইন পাচ্ছেন মাত্র ২৫০ টাকায়
০৯ মার্চ ২০২৪
ইন্টারনেট প্যাকেজের দাম কমল
১১ নভেম্বর ২০২৩
ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
০৫ অক্টোবর ২০২৩
বাড়ছে নিরাপত্তা, গুগলে কেউ আপনার তথ্য খুঁজলেই আসবে অ্যালার্ট
০১ অক্টোবর ২০২৩
প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রোবট
৩০ সেপ্টেম্বর ২০২৩