ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

মালিক ঝড়ে চট্রগ্রামের হার


ডেস্ক রিপোর্ট
151

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:০৭ পিএম
মালিক ঝড়ে চট্রগ্রামের হার ফাইল-ফটো



বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। রংপুরের দেয়া ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৫৫ রানের বড় ব্যবধানে জয় তুলে শীর্ষ চারে ওঠে রংপুর।

সোমবার (২৩ জানুয়ারি) ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে চট্টগ্রাম। দলীয় ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক শুভাগত হোমকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন দাঁরউইশ রাসুলি। ব্যক্তিগত ২১ রানে রাসুলি আউট হলেও একপ্রান্ত আগলে রেখে চেষ্টা চালিয়ে যান শুভাগত।

চট্টগ্রামের অধিনায়ক ৩১ বলের মোকাবিলায় ৪টি করে চার ও ছক্কায় ৫২ রান করে বিদায় নেন। এরপর আর কেউ দুই অঙ্কের দেখাও পায়নি। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৩ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

এর আগে, শোয়েব মালিকের ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই করেন ২৪ বলে ৪২ রান।


আরও পড়ুন: