ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্পিনার রশিদের মাইলফলক


ডেস্ক রিপোর্ট
276

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৪২ পিএম
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্পিনার রশিদের মাইলফলক ফাইল-ফটো



টি-২০ ফরম্যাটে ৫০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক অর্জন করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। এতদিন এই রেকর্ড ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। এবার তার পাশে জায়গা করে নিলেন রশিদ খান।

শুধু ব্রাভোর পাশে জায়গা নয়, রেকর্ডও গড়েছেন রশিদ খান। টি-২০ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী বোলার এবং একমাত্র স্পিনার হিসেবে সোমবার ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন আফগান লেগি। তার বর্তমান বয়স ২৪।

দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে প্রিটোরিয়াস ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন রশিদ খান। এর মধ্য দিয়ে টি-২০তে ৫০০ উইকেট শিকারের মাইলফলক অর্জন করেন তিনি।

এই ম্যাচে মাঠে নামার আগে ৩৭০ ম্যাচে তার উইকেট ছিল ৪৯৭টি। ৫০০ উইকেটের মধ্যে ৪ বার তিনি ৫ উইকেট শিকার করেছেন। ৯ বার করেছেন ৪ উইকেট শিকার। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট।

ব্রাভো এ পর্যন্ত ৫৫৬ ম্যাচ খেলে ৬১৪ উইকেট শিকার করেছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার হয়তো অদূর ভবিষ্যতেই অবসরে যাবেন। কিন্তু রশিদ খান খেলতে পারবেন আরও অনেক বছর। সেক্ষেত্রে আফগান এই তারকা টি-২০তে হয়তো ১০০০ উইকেট শিকারের রেকর্ডও গড়ে ফেলবেন।


আরও পড়ুন: