ইতিহাসের পাতায় আজকের দিন
ডেস্ক রিপোর্ট
275
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩ | ০২:০১:০৫ পিএম
ফাইল-ফটো
আজ ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার; ১৪ মাঘ ১৪২৯। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলী
- ১৮৩১ - ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
- ১৮৩৫ - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭১ - জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
- ১৮৮২ - কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেন্জ সেন্ট্রাল এক্সচেন্জ উদ্বোধন করেন ই বারিং।
- ১৯০৯ - স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
- ১৯১৫ - কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
- ১৯৩২ - জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
- ১৯৩৩ - নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
- ১৯৪৫ - তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
- ১৯৭৯ - তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
- ১৯৮২ - বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
- ১৯৮৬ - যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
- ২০১০ - বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে - লেঃ কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়।
জন্ম
- ১৮৬৩ - অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম।
- ১৮৬৫ - লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
- ১৮৭৭ - পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
- ১৮৮২ - মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।
- ১৮৮৫ - আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান।
- ১৯১১ - প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত।
- ১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি।
- ১৯২৫ - নচিকেতা ঘোষ, প্রখ্যাত বাঙালি সুরকার ও সঙ্গীত পরিচালক।
- ১৯২৫ - রাজা রামান্না,প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ।
- ১৯৩০ - পণ্ডিত যশরাজ মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
- ১৯৩৬ - আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে।
- ১৯৪৪ - ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।
- ১৯৭৮ - ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন।
- ১৯৮১ - আমেরিকান অভিনেতা মাহেরকে উড।
- ১৯৯১ - আমেরিকান গায়ক সিজে হ্যারিস।
- ১৯৯৫ - মোঃ মনিরুজ্জামান রিপন, সম্পাদক- স্পোর্টসজোন২৪,বাংলাদেশের থিয়েটার শিল্পী।
মৃত্যু
- ৮১৪ - ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন।
- ১৫৪৭ - ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী।
- ১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।
- ১৮৪০ - হাজী শরীয়তউল্লাহ
- ১৯০৩ - ফরাসি সুরকার অগাস্টা হলমেস।
- ১৯৩৯ - উইলিয়াম বাটলার ইয়েটস, নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক।
- ১৯৫০ - রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন।
- ১৯৭৮ - আমেরিকান লেখক ওয়ার্ড মুর।
- ১৯৭৯ - স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত ।
- ১৯৮৪ - ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান।
- ১৯৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি।
- ২০১৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স।
- ২০১৪ - কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪