ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় রিজওয়ান, সুযোগ হারালেন জ্যোতি


খেলা ডেস্ক
287

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৪:১০:২৩ পিএম
সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় রিজওয়ান, সুযোগ হারালেন জ্যোতি



আইসিসির পুরুষ ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর সেরা নারী খেলোয়াড় হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। নারীদের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি তার হাতে উঠেনি।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পাক ওপেনার রিজওয়ান বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবাইকে, যারা আমাকে এই পুরস্কার জিততে সাহায্য করেছে।’

রিজওয়ান ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও উদীয়মান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পেছনে ফেলে সেরা হয়েছেন। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান গত মাসে দশ ম্যাচ খেলে সাতটি ফিফটি করেন তিনি। হংকং ও ভারতের বিপক্ষে এশিয়া কাপে দুটি সত্তরোর্ধ্ব ইনিংস খেলেন। টুর্নামেন্ট শেষ করেন আরেকটি হাফ সেঞ্চুরিতে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজে প্রথম পাঁচ টি-টোয়েন্টিতে চারটি ষাটের বেশি রান করেন এবং দল লিড নেয় ৩-২ এ। এক ম্যাচ কম খেলে সিরিজের সর্বোচ্চ ৩১৬ রান করেন তিনি ৬৩.২০ গড় ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে।

সেপ্টেম্বরের সেরা হওয়ার পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া ছিল দারুণ এবং এটা জেতা চমৎকার অনুভূতি। স্মৃতি ও নিগারের সঙ্গে মনোনীত হয়ে বিজয়ী হয়ে খুবই বিনীত।’

ভারতীয় দলের ব্যাটসম্যান হিসেবেই শুধু নয়, অধিনায়কত্বও করেছেন দারুণ। ইংল্যান্ডকে ৩-০ তে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে তারা, ১৯৯৯ সালের পর ইংল্যান্ডে এটি ছিল ভারতের প্রথম সিরিজ জয়। হারমানপ্রীত ২২১ রান করে সিরিজের সেরা স্কোরার ছিলেন। প্রথম দুটি ম্যাচে ফিনিশারের ভূমিকাতেও দারুণ করেন তিনি।


আরও পড়ুন: