ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
১৬ এপ্রিল ২০২৪

১৫ হাজার ছাড়াল তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা


ডেস্ক রিপোর্ট
173

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:৫৪ এএম
১৫ হাজার ছাড়াল তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ফাইল-ফটো



ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন মারা গেছে। সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৯২।

সব মিলিয়ে দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনো অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরো কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো কয়েকগুণ বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরও পড়ুন: