ঢাকা বৃহস্পতিবার
১৮ এপ্রিল ২০২৪
১৬ মার্চ ২০২৪

আজ আলিঙ্গন দিবস


বিনোদন ডেস্ক
163

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:৩৫ পিএম
আজ আলিঙ্গন দিবস ফাইল-ফটো



শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, প্রমিস ডে, চকোলেট ডে পেরিয়ে এবার হাগ ডে। আজ ভালোবাসা সপ্তাহের ষষ্ঠ দিন মানে হাগ ডে বা আলিঙ্গন দিবস। ১২ ফেব্রুয়ারি পালন করা হয় দিনটি। আজ থেকে কয়েক বছর আগেও এই দিনগুলো এতো ধুমধাম করে পালন হত না। ইন্টারনেটের গতি বাড়ায় গতি বেড়েছে জীবনেও।

যদিও বর্ষীয়ানরা বলেন এই প্রজন্মের কাছে সম্পর্ক খুবই ঠুনকো। তাতে নেই ভালোবাসা। তাই এত দিনের ধুমধাম। স্রেফ দেখানোর জন্যই এতো আয়োজন। এছাড়াও তাদের হাতে পয়সা আসছে বেশি। খরচ করার তো উপায় চাই। যদিও তথ্য ঘাঁটলে দেখা যায়,মূলত এই সপ্তাহটি উদযাপন করা হয় সেন্ট ভ্যালেন্টাইনের সৌজন্যে। তৃতীয় শতকে রোমানরা ভালোবাসার অপরাধে দুজনকে মৃত্যুদণ্ড দেয়। তার একজন হলেন সেন্ট ভ্যালেন্টাইন। তার প্রেমকে মনে রাখার জন্য প্রতি বছর পালন করা হয় এই ভালোবাসার সপ্তাহ।

প্রাচীন রোমে, সৈনিকদের বিয়ে করা নিষিদ্ধ ছিল। তবে, এই সাধু ভ্যালেন্টাইন শাসকদের নির্ধারিত সেই নিয়ম ভঙ্গ করে কয়েকজন সৈনিকের বিয়ে দিয়েছিলেন। সে কারণে তাদের জেলে যেতে হয়, এমনকি মৃত্যুকেও আলিঙ্গন করতে হয়। সেখান থেকেই আলিঙ্গন দিবসের সূত্রপাত।

আলিঙ্গন বদলে দেয় অনেক কিছু, আর সেখান থেকেই এই বিশেষ দিনের সূত্রপাত।


আরও পড়ুন: