ঢাকা বুধবার
২৪ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

থেমে গেলেন শান্ত


ডেস্ক রিপোর্ট
164

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২ | ০১:১০:৩০ পিএম
থেমে গেলেন শান্ত ফাইল-ফটো



সাব্বিরের পরিবর্তে একাদশে জায়গা পান নাজমুল হোসেন শান্ত। করেন ওপেনিংও। একাদশে ফিরে শুরু থেকেই দারুণ ব্যাট চালাতেন থাকেন এই বাঁ-হাতি ব্যাটার। তার ব্যাটে চড়ে বড় সংগ্রহের দিকেও এগুচ্ছিল বাংলাদেশ। তবে সোধিকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে গড়বড় করে ফেললেন শাস্ত। লং অফে থাকা মার্ক চাপম্যানকে পার করাতে পারেননি এ বাঁহাতি। ২৯ বলে ৩৩ রান করে ফিরেছেন, বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়েছে ৫৯ রানে। লিটন ও নাজমুল ফিরলেন ৬ রানের মধ্যে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান। আফিফ (১০) ও ইয়াসির (০) রানে ব্যাট করছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের টিম সাউদির দ্বিতীয় বলে মিসটাইমিংয়ে কাভারে ক্যাচ তুলেছিলেন মিরাজ, তবে সূর্যের আলোয় সেটি বুঝতেই পারেননি মাইকেল ব্রেসওয়েল। ক্যাচ হতে পারত, হয়েছে চার। এক বল পরই মিডঅনে ক্যাচ তুলে ফিরেছেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ৫ রান করেছেন এই অলরাউন্ডার।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা। রোববার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১২টায় মাঠে গড়ায়।


আরও পড়ুন: