ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৭ সেপ্টেম্বর ২০২৪

ইতিহাসে আজিকের দিনের যত ঘটনা


ডেস্ক রিপোর্ট
281

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:০৫ এএম
ইতিহাসে আজিকের দিনের যত ঘটনা ফাইল-ফটো



আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ২০২২ । এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

১৮৭৯ -লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।

১৯৬৫ -প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৯৮ -বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

১৮৮০ -ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।

১৯০৫ -আটলান্টায় জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ -দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

জন্ম:

১৮৯২ -এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯১৩ লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯৬৮ -ক্রিকেটার সাঈদ আনোয়ার।

১৯৯৫ -ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

১৯৯৬ -বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যু:

১৯০৭ -সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৮৯ -মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৯০ -লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯৫ -সলিল চৌধুরী, একজন ভারতীয় সংগীত পরিচালক।

১৯৯৬ -সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।

১৯৯৮ -আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।


আরও পড়ুন: