ঢাকা রবিবার
০৩ ডিসেম্বর ২০২৩
১৬ Invalid Month ২০২৩

হ্যারি পটার এবার টিভি সিরিজে


বিনোদন ডেস্ক
214

প্রকাশিত: ১৩ Invalid Month ২০২৩ | ১২:০৪:৫২ পিএম
হ্যারি পটার এবার টিভি সিরিজে ফাইল-ফটো



এবার টিভি সিরিজ হয়ে আসছে কল্পকাহিনী হ্যারি পটার। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের লেখা বইয়ের ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এই সিরিজ।

রাউলিংয়ের সাতটি বই কেন্দ্র করে এই টিভি সিরিজের প্রত্যেকটি সিজন বানানো হবে।

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এই সিরিজ। এর আগে হ্যারিপটার নিয়ে সিনেমা নির্মাণ হয়েছে। যেখানে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল  র‌্যাডক্লিফ। 

ওয়ার্নার ব্রুস ডিসকভারি বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রজন্মের মতো করে এই টিভি সিরিজ বানানো হবে। যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে।


আরও পড়ুন: