মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ১৬ Invalid Month ২০২৩ | ১১:০৪:৩৬ এএম

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।
একই সঙ্গে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর প্রতিযোগীতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে তিনি এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন। মিস ইন্ডিয়া সংস্থার মতে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ‘[তিনি] মানবতার জন্য সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। লাখ-লাখ মানুষের প্রিয় এদিকে সর্বদা মাটির মানুষ।’ সঙ্গে আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি ফলো করেন প্রিয়াঙ্কা চোপড়াকেও।
তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে।
এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯ তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও

৩ দিনে ৩০০ কোটি পার
১৫ নভেম্বর ২০২৩

নায়করাজ রাজ্জাক নেই ৬ বছর
২১ Invalid Month ২০২৩

'জওয়ান'র ট্রেলারে বহুরূপী শাহরুখ
১১ Invalid Month ২০২৩

অনাগত দুই সন্তান হারালেন ইরফান সাজ্জাদ
২৫ Invalid Month ২০২৩

চিত্রনায়ক ফারুক আর নেই
১৫ Invalid Month ২০২৩

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা
১৬ Invalid Month ২০২৩