ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

শতভাগ ফিট নন, তবু খেলবেন তামিম


খেলা ডেস্ক
181

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩ | ০৪:০৭:১৮ পিএম
শতভাগ ফিট নন, তবু খেলবেন তামিম ফাইল-ফটো



আফগানিস্তানের বিপক্ষে পিঠের চোটের কারণে একমাত্র টেস্ট খেলা হয়নি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তবু আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন তামিম।
মঙ্গলবার (৪ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিম নিজেই এ তথ্য জানিয়েছেন।
 
কেন খেলবেন সেই ব্যাখ্যাটাও দিয়েছেন তামিম নিজেই। বলেন, ‘আমি দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করব না যাতে দল ভুক্তভোগী হয়। আমি সব সময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, এমন কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’
এর আগে অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহ স্পষ্ট করেছেন তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুশীলনের পর বোঝা যাবে কী অবস্থায় আছেন তামিম। তার শারীরিক অবস্থা পরিষ্কার না হলেও তামিম খেলবেন।

আরও পড়ুন: