ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

তামিম অনিশ্চিত!


খেলা ডেস্ক
165

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩ | ১১:০৮:৪৭ এএম
তামিম অনিশ্চিত! ফাইল-ফটো



বাংলাদেশি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল খান। ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক তামিম কিছুদিন আগেই অবসর নিয়েছেন। আবার সেই অবসর ভেঙে ফেরার কথাও জানিয়েছেন। তবে বিশ্বকাপের আগে তিনি আসলেই জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

এশিয়া কাপ রয়েছে সামনেই। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের পর্দা উঠবে ৩০ আগস্ট।

এবারের এশিয়ান কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করার সব সুযোগ আছে টাইগারদের। তবে তামিম ইকবালের ইনজুরি এখনো দুশ্চিন্তায় বাংলাদেশ দল।

তামিমের পুরনো পিঠের চোট ফিরে এসেছে আফগানিস্তান সিরিজ থেকে।আঘাত সারতে তাকে লন্ডনে ডাক্তার দেখাতে হয়েছিল। ব্যথা কমাতে তামিমকে ইনজেকশন দেওয়া হয়। গতকাল লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন তিনি। তবে তামিম শুধু এশিয়া কাপে নয়, ২০২৩ বিশ্বকাপেও চোট নিয়ে অনিশ্চিত! ইনজেকশনের পরে ব্যথা ফিরে আসতে পারে। আর অপারেশন এগিয়ে গেলে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

 


আরও পড়ুন: