ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

মেসি জাদুতে প্রথমবারের মতো শিরোপা মায়ামির


খেলা ডেস্ক
148

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ | ১০:০৮:১৫ এএম
মেসি জাদুতে প্রথমবারের মতো শিরোপা মায়ামির ফাইল-ফটো



লিগস কাপের ফাইনালে ন্যাশভিলে ও ইন্টার মায়ামির ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে গড়ায় শিরোপা নির্ধারণী। তাতে ইন্টার মায়ামি ১০-৯ এ জিতে লিগস কাপের শিরোপা জিতেছে। ম্যাচে মায়ামির গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি।

টাইব্রেকারে নির্ধারিত ৫টি করে শট নেয় দুই দলই। গোল হয় ৪টি করে। এরপর ম্যারাথন পেনাল্টি। একে একে টানা ৬টি শট হলো। সব মিলিয়ে ১১ নম্বর শটে গিয়ে ব্যর্থ হয় ন্যাশভিলে। সফল হয় ইন্টার মায়ামি।

সে সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে এই প্রথমবারের মত কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি। লিওনেল মেসি যোগ দেয়ার পর এই ক্লাবটির যে বদলে গেল, এই চ্যাম্পিয়নশিপই তার তার প্রমাণ।


আরও পড়ুন: