ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

ক্রিকেটে লাল কার্ডের প্রথম শিকার নারাইন


খেলা ডেস্ক
141

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ | ০৩:০৮:৪৫ পিএম
ক্রিকেটে লাল কার্ডের প্রথম শিকার নারাইন ফাইল-ফটো



সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে রোববারের এই ম্যাচে এই সবগুলি শাস্তিই পেতে হয় ত্রিনবাগোকে। অস্টাদশ ওভারে একজন বাড়তি ফিল্ডার ভেতনে আনতে হয় তাদের। নারাইনের করা ওভারটি থেকে রান আসে ১২।

১৯তম ওভারে আরও একজন ফিল্ডার বৃত্তের ভেতরে আনতে বাধ্য হয় তারা। পেসার আলি খানের করা ওভারটি থেকে রান আসে ৮।

এরপর শেষ ওভারের ওই লাল কার্ড। নারাইনকে তুলে নিতে বাধ্য হয় ত্রিনবাগো। ততক্ষণে তার চার ওভারের বোলিং শেষ (৪-০-২৪-৩)। ফিল্ডিং তার বরাবরই দুর্বলতার জায়গা।

আম্পায়ার যখন কার্ড বের করছেন, ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ বলেন, ‘এটা হতে পারে ঐতিহাসিক মুহূর্ত… ওহ, লাল কার্ড, এই রঙের কার্ড কেউ দেখতে চায় না।”

বৃত্তের বাইরে স্রেফ ২ জন ফিল্ডার নিয়ে শেষ ওভার বোলিং করেন অভিজ্ঞ ডোয়াইন ব্রাভো। সেই ওভারে তিন চার ও এক ছক্কায় ১৮ রান নেন শেরফেন রাদারফোর্ড।


আরও পড়ুন: