ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

সুপার ফোর: আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান


খেলা ডেস্ক
140

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৯:৩১ এএম
সুপার ফোর: আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ফাইল-ফটো



এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু আজ। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

লাহোরে বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সাকিব আল হাসানদের সুপার ফোরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে মিরাজ ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তাসকিন- শফিউলের মারাত্মক বোলিংয়ে বড় ব্যবধানে জিতেই বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করে।

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। ব্যাটিং-বোলিং সব বিভাগেই বাবর-আফ্রিদিদের সাফল্য চোখে পড়ার মতো। খেলাটাও তাদের মাটিতেই। তবে জয় নিয়েই কেবল ভাবছে সাকিবের দল। নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো অসম্ভব নয় তাসকিন-শরিফুলদের।

এদিকে পাকিস্তানে পড়েছে প্রচণ্ড গরম; লাহোরের আবহাওয়া বুলেটিনে ৩৩ ডিগ্রি বলা হলেও হোটেল রুমের বাইরে বেরোলেই নাকি ৪০ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। হোয়াটসঅ্যাপ কলে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ম্যানেজমেন্টের এক সদস্য নিশ্চিত করেন, এই গরমের কারণেই নাকি গতকাল আর মাঠমুখো হয়নি দল। অনুশীলনের সূচি থাকলেও তা বাতিল করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবদের এনার্জি বাঁচিয়ে রেখেছেন আজকের হাইভোল্টেজ ম্যাচের জন্য।


আরও পড়ুন: