পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার
খেলা ডেস্ক
41
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৯:০০ এএম

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ফুটবলার পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। সেই ম্যাচে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। চোটের কারণে নেইমারও ছিলেন মাঠের বাইরে।
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আজ ফের মাঠে নামলেন নেইমার। প্রত্যাবর্তনটা তিনি গোল করে রাঙালেন, করলেন স্মরণীয়।
কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল এখন নেইমারের। তার গোল সংখ্যা ৭৮। ১২৫ ম্যাচ খেলে তিনি এই কীর্তি গড়েছেন। ৭৭ গোল করতে পেলে খেলেছিলেন ৯২ ম্যাচ।