ভারতকে হারিয়ে এশিয়া কাপের মিশন শেষ করল টাইগাররা
খেলা ডেস্ক
35
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৯:৫৬ এএম

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ও নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচে ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতে চাপের মুখে পড়ে টাইগাররা। তবে সাকিবের ৮০, তাওহিদ হৃদয়ের ৫৪ ও নাসুম আহমেদের ৪৪ রানে ভর করে ২৫৬ রানের লড়াকু স্কোর পাই বাংলাদেশ।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শার্দুল নরেন্দ্র ঠাকুর। মোহাম্মদ সামির ঝুলিতে উঠেছে দুইটি উইকেট।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে হোচট খায় টিম ইন্ডিয়া। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরে যান রোহিত শরমা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। টপ অডারের ব্যর্থতার ভার সামলাম শুভমান গিল। হৃদয়ের বলে আউট হওয়ার আগে ১৩৩ বলে ১২১ রান করে দলকে জয়ের কাছে পৌছে দেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি ভারতের। ৪৯.৫ ওভার খেলে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত।
বাংলাদেশ হয়ে ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান নিয়েছেন দুইটি করে উইকেট। টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান নিয়েছে একটি উইকেট।