ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

নিউজিল্যান্ড সিরিজের দলে তামিম-সৌম্য-রিয়াদ


খেলা ডেস্ক
149

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯:৪৪ পিএম
নিউজিল্যান্ড সিরিজের দলে তামিম-সৌম্য-রিয়াদ ফাইল-ফটো



নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই হোম সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। স্থায়ী অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

এই সিরিজে সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্রাম নিয়েছেন। এই তালিকায় রয়েছেন মুশফিক রহিম, মেহেদি হাসান মেরাজ, তাসগিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফ ইসলাম ও মুস্তাফির রহমানের মতো ক্রিকেটাররা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তামিম ইকবাল। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও।
নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান, খালিদ আহমেদ ও স্পিনার রিশাদ হোসেন।

আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে। ২১, ২৩ ও ২৬শে সেপ্টেম্বর তিনটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।


আরও পড়ুন: