ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

প্রস্তুতি ম্যাচে দুপুরে ইংল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ


খেলা ডেস্ক
136

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩ | ১০:১০:২০ এএম
প্রস্তুতি ম্যাচে দুপুরে ইংল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ ফাইল-ফটো



আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের মূল লড়াই শুরু। তবে বৈশ্বিক এ আসরে বাংলাদেশ পথচলা শুরু হবে আগামী ৭ অক্টোবর। তার আগে আজ সোমবার নিজেদের দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে  গৌহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। এ ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছে শঙ্কা, যার নেপথ্যে রয়েছে বৈরী আবহাওয়া। 

এরআগে একই ভেন্যুতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরফলে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। ঐ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও মিস করবেন তিনি। ধারণা করা হচ্ছে ৭ অক্টোবর বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন টাইগার এ অধিনায়ক।

এ বছর দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হয়েছে বাংলাদেশের কন্ডিশনে, যেখানে ইংল্যান্ড তাদের সেরা দল খেলায়নি। এর আগে দুই দলের সর্বশেষ দেখা হয়েছে চার বছর আগে, ২০১৯ বিশ্বকাপে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও দুই দল মুখোমুখি হয়েছিল। দুবারই ইংলিশ ব্যাটিং–দাপটের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। আজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে দুই দল।

বাংলাদেশ-ইংল্যান্ড ২৪ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে, যার ১৯টিতে জয় বিশ্বচ্যাম্পিয়নদের; আর বাংলাদেশের জয় পাঁচ ম্যাচে। এখন পর্যন্ত হয়ে যাওয়া পাঁচ প্রস্তুতি ম্যাচের শেষ হতে পেরেছে কেবল মাত্র দু’টি, বাকি তিনটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরমাঝে ভারতের সাথে ইংল্যান্ডের ম্যাচটিও মাঠে গড়াতে পারেনি।

আগামী দুই সপ্তাহ গৌহাটিতে বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা। তবে এটা অনুভব হবে ৩৯ ডিগ্রির মতো। এই তাপমাত্রার মধ্যেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে।


আরও পড়ুন: