ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট মুশফিকুর রহিম


খেলা ডেস্ক
108

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩ | ০২:১২:৩৪ পিএম
‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট মুশফিকুর রহিম ফাইল-ফটো



ক্রিকেটের কেতাবি আউট আছে অনেক প্রকারের। চিরচেনা ক্যাচ, বোল্ড বা অন্য কোনও আউট না। মিরপুরে বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় সেশনের শুরুর দিকে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হলেন তিনি।
কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাক-ফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাট করা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃত-ভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। 
২০০১ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহরও আউটের সঙ্গে মুশফিকের মিল পাওয়া যায়
ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’ এই আইনটি এক সময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ‘হ্যান্ডলড দ্য বল আউট’ বাদ দিয়ে এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অন্তর্ভুক্ত করা হয়।


আরও পড়ুন: