ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

জাপানের যুবাদের উড়িয়ে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় জয়


খেলা ডেস্ক
106

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ | ০৬:১২:৩১ পিএম
জাপানের যুবাদের উড়িয়ে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় জয় ফাইল-ফটো



অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমীর দুই নম্বর মাঠে একশ রানের লক্ষ্য স্রেফ ১১.২ ওভারে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের যুবারা। 
এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটে স্বল্প পরিচিত জাপান বাংলাদেশি বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে ৯৯ রানে অল-আউট হয় তারা। দলের হয়ে ৮০ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। বাকিদের মধ্যে দুই অঙ্কের দেখা পান শুধু কাজুমা কাতো স্টাফোর্ড (১৩) ও কিয়েফার লেক (১৭) বাংলাদেশের হয়ে সাতজন বোলার বল করে সবাই উইকেট পান। এর মধ্যে জোড়া উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি (৮.১-৩-৯-২) ও আরিফুল ইসলাম (৭-১১৫-২)। বাকি পাঁচ বোলার একটি করে উইকেট পান। 


জবাবে ওপেনার আশিকুর ও জিসানের আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চম ওভারেই বাংলাদেশের রান হয়ে যায় পঞ্চাশ। এর মাঝে চতুর্থ ওভারে কিফার লেকের বলে ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন জিসান।  
অষ্টম ওভারে চার্লস হাইঞ্জের আর্ম ডেলিভারিতে বোল্ড হন জিসান। ৪ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৯ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি। এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাকি পথ পাড়ি দেন আশিকুর। ৮ চারে ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। রিজওয়ান করেন ১০ রান


'বি' গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল। প্রথমটিতে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল তারা। আইসিসি ক্রিকেট একাডেমীর মূল মাঠে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 


সংক্ষিপ্ত স্কোর: 
জাপান অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ৯৯ (আদিত্য ৮, পারমার ১৮, আবে ৩, কাজুমা ১৩, হিরাতসুকা ৪, হাইঞ্জ ০, কেলি ৮, লেক ১৭, আরাকাওয়া ৩, তিওয়ারি ২*, কাকিনুমা ৮; ইকবাল ৬-৩-১৮-১, মারুফ ৭-২-১০-১, মাহফুজুর ৮.১-৩-৯-২, রোহানাত ৬-০-৮-১, পারভেজ ১০-৪-২৪-১, আরিফুল ৭-১-১৫-২, রিজওয়ান ৩-০-১৪-১) 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১১.২ ওভারে ১০০/১ (আশিকুর ৫৫*, জিসান ২৯, রিজওয়ান ১০*, কাজুমা ৩-০-২৬-০, লেক ২-০-২৪-০, হাইঞ্জ ৩.২-০-৩০-১, তিওয়ারি ৩-০-১৬-০) 
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী  
ম্যান অব দা ম্যাচ: আশিকুর রহমান


আরও পড়ুন: