ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ বাতিল করল চীন


খেলা ডেস্ক
116

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:০২:৫৭ পিএম
আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ বাতিল করল চীন ফাইল-ফটো



কোপা আমেরিকার প্রস্তুতি সারতে আগামী মার্চে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু আয়োজক চীন নাইজেরিয়া ম্যাচ বাতিল করে দিয়েছে। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচ বাতিল হওয়ার কারণ হিসেবে ধরা হচ্ছে, হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির না খেলা।

গত সপ্তাহে প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে হংকংয়ে একটি প্রীতি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। হ্যামেস্ট্রিংয়ে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে নামেনি মেসি। ছিলেন বেঞ্চে। মেসির খেলা দেখবেন বলে, চড়া দামে টিকিট কেটেছিলেন সমর্থকরা।

ঘটনার শুরু ইন্টার মায়ামির হংকং সফরকে কেন্দ্র করে। মাংসপেশীর ইনজুরির জন্য হংকং একাদশের বিপক্ষে প্রীতিম্যাচে খেলতে পারেননি মেসি। অন্তত মেসি নিজে সেই ব্যাখ্যাই দিয়েছেন। কিন্তু এর দিন তিনেক পরই জাপানে ভিসেল কোবের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি।

আর এটাই ভালোভাবে নেয়নি হংকং সরকার। তাদের দাবি, মেসি অন্তত ৪৫ মিনিট খেলবেন, এমনটাই ছিল ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শর্ত। তাই আয়োজকদের পূর্ণ অর্থ না দেওয়ার কথাও তুলেছিল সরকারপক্ষ। সমস্যা এতই প্রকট আকার ধারণ করে, মেসি নিজে সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।

চোটের জন্য খেলতে না পারায় দুঃখ প্রকাশ করেন ইন্টার মায়ামি অধিনায়ক মেসি ও তার ক্লাব। ম্যাচের আয়োজকরা টিকেটের দামের ৫০ শতাংশ ফিরিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু তাতেও শান্ত হয়নি হংকং। ওই ঘটনারই প্রভাব পড়ল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচের ওপর। 

আগামী মাসে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল চীনের হাংঝুতে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ। ওই ম্যাচের পর বেইজিংয়ে আইভরি কোস্টের বিপক্ষেও খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। এ ম্যাচ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

“বর্তমান পরিস্থিতিতে, যেগুলো সবাই জানে, কর্তৃপক্ষের মতে প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। যে কারণে, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।” 

এ বিষয়ে চীনা কর্তৃপক্ষকে ই-মেইলে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সাড়া দেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও।


আরও পড়ুন: