ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

লিটন-শান্তর ব্যাটে সিরিজে ফিরলো বাংলাদেশ


খেলা ডেস্ক
77

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪ | ১০:০৩:১৮ এএম
লিটন-শান্তর ব্যাটে সিরিজে ফিরলো বাংলাদেশ ফাইল-ফটো



বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এবার শ্রীলঙ্কার ব্যাটাররা আর সেভাবে ছুটতে পারেননি, যেভাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাঁরা ছুটেছিলেন। আগের ম্যাচে ২০৬ রান করা সফরকারীদের সিরিজে ফেরার লড়াইয়ে থামানো যায় ১৬৫ রানে। এই রান তাড়ায় লিটন কুমার দাস আর সৌম্য সরকারের উদ্বোধনী জুটিই জয়ের ছন্দ ধরে দেয় বাংলাদেশকে। ৬ ওভারের পাওয়ার প্লে-তেই তাঁরা দু’জনে মিলে ঝড়ের বেগে তুলে দেন ৬৩ রান।

যদিও ইনিংস আরো বড় করতে পারেননি দু’জনের কেউই। তবে ১৫ রানের মধ্যে তাঁদের বিদায়ের পর দল পথও হারায়নি। ততক্ষণে অবশ্য মাঠে এসে গেছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলটা ভালো যায়নি বাংলাদেশের নয়া অধিনায়কের, প্রথম ম্যাচেও পারেননি প্রত্যাশা মেটাতে। তবে আজ দাঁড়িয়ে যান অধিনায়কের মতো। তাওহীদ হৃদয়কে পান সাথী হিসেবে। ফলে আবারো জমে উঠে বিখ্যাত শান্ত-হৃদয় জুটি।

এই জুটিতেই নিশ্চিত হয় দলের জয়। শুরুর দিকে দেখে-শুনে খেললেও শেষ দিকে ব্যাট চালান হৃদয়। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। শান্ত অবশ্য তুলে নেন ফিফটি, ছক্কা হাঁকিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। অপরাজিত ৩৮ বলে ৫৩ রান আসে তার ব্যাটে।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আভিস্কা ফার্নান্দোর উইকেট হারায় লঙ্কানরা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রথম দুই ওভারে আসে ৫ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।

কুশল মেন্ডিস আর কামিন্দু মেন্ডিস মিলে আজও পথ দেখান শ্রীলঙ্কাকে। তাতে পরের ৬ ওভারে ৬৪ রান তুলে তারা। নবম ওভারে এসে এই জুটি ভাঙেন সৌম্য, কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানান। কুশল ফেরেন ২২ বলে ৩৬ করে।

কামিন্দুও ইনিংস বড় করতে পারেননি, পরের ওভারে ফেরেন তিনি। ২৭ বলে ৩৭ করে ফাঁদে পড়েন রান আউটের। পাঁচে নেমে সাদিরা সামারাবিক্রমা দ্রুত (৭) ফিরলেও আসালাঙ্কা কমতে দেননি রানের গতি। হয়ে ওঠেন মারমুখী।

গলার কাঁটা হয়ে ওঠা চারিথ আসালাঙ্কাকে ফেরান শেখ মেহেদী। লঙ্কান অধিনায়ককে ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। আউট হওয়ার আগে ১৪ বলে ২৮ রান করেন তিনি। ১৩.৫ ওভারে ১১২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেখান থেকে দলের হাল ধরেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দাসুন শানাকা। দু’জনের জুটিতে শেষ ৪০ বলে আসে ৫৩* রান। ম্যাথিউস ২১ বলে ৩২* ও শানাকা ১৮ বলে করেন ২০* রান।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুসাল মেন্ডিস ৩৬, কামিন্দু মেন্ডিস ৩৭, সামারাউইক্রামা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথিউস ৩২*, শানাকা ২০*; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১, শেখ মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)।

বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২২, শান্ত ৫৩*, হৃদয় ৩২*; ম্যাথিউস ২.২-০-২২-০, মাদুশাঙ্কা ৪-০-৩৪-০, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৫-০, পাথিরানা ৩.৪-০-২৮-২, শানাকা ১.১—১৯-০)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।


আরও পড়ুন: