ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

এলপি গ্যাসের দাম কমল


ডেস্ক রিপোর্ট
405

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩ | ০৮:০৪:৩৬ এএম
এলপি গ্যাসের দাম কমল ফাইল-ফটো



 ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ১৪২২ টাকা থেকে কমিয়ে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যার ফলে ১২ কেজির বোতলে দাম কমেছে ২৪৪ টাকা।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যেটি আজ থেকে কার্যকর হবে।
নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

দাম কমেছে অটোগ্যাসেরও। প্রতি ইউনিট অটোগ্যাস এখন থেকে বিক্রি হবে ৬৬ টাকা ৬২ পয়সা। এর আগে প্রতি ইউনিট অটোগ্যাসের দাম ছিল ৬৯ টাকা ৭১ পয়সা।


আরও পড়ুন: