ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
০২ আগস্ট ২০২৩

এ বছর হজ পালনে জমা দিতে হবে বায়োমেট্রিক ভিসা আবেদন


ডেস্ক রিপোর্ট
156

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ০৭:০৪:৫৯ এএম
এ বছর হজ পালনে জমা দিতে হবে বায়োমেট্রিক ভিসা আবেদন ফাইল-ফটো




এ বছর হজ পালনের জন্য সব হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হজযাত্রীদেরকে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
যারা ইতোমধ্যে তাদের পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সেগুলো ফেরত নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে হজযাত্রীদেরকে বিস্তারিত জানানো হবে।

চাঁদ দেখার উপর নির্ভর করে জিলহজ্জ মাসের ৯ম দিন (২৮ জুন) অনুষ্ঠিত হবে এ বছরের হজ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।


আরও পড়ুন:

বিষয়: