অর্গানিক পন্যের খোঁজে ভরসা যখন একতা মার্ট
ডেস্ক রিপোর্ট
115
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪ | ১২:০৭:০২ পিএম
চাল, তিন ধরনের ডাল, লাল আটা, চিনি এবং নানা ধরনের শাকসবজি ও মাছ মাংস মিলিয়ে দুটি বড় ব্যাগ ভর্তি করছিলেন এনামুল ইসলাম। পেশায় চাকরিজীবী। বসবাস করেন মিপুরের দক্ষিণ বিশিল এলাকায় । গত সোমবার সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা হয় রাজধানীর মিরপুর-১ নাম্বার কাঁচাবাজারে বিক্রয়কেন্দ্রে।এতো কিছু বাজার করার পর তার চোখে পড়ল বাজারের তালিকার দিকে আর লক্ষ্য করলেন এখনো কেনা বাকি কিছু পন্যের। তিনি চলে গেলেন মিরপুরে অবস্থিত একতা মার্টের বিক্রয়কেন্দ্রে।উদ্দেশ্য তার অর্গানিক পন্যের যা তার পরিবারের চাহিদার চাহিদাও যথেষ্ট।
এনামুল ইসলাম বলছিলেন, ‘দাম সামঞ্জস্যপূর্ণ হলেও ভালো কিছু খাচ্ছি, এটুকু সান্ত্বনা। প্রতিদিন এ শহরে দূষিত বায়ু সেবন করতে হচ্ছে। সব দিকে ভেজাল। এর মধ্যে ভালো থাকতেই ভালো খেতে চাই।’
ভোক্তাদের এ চাহিদার পরিপ্রেক্ষিতে রাজধানীতে অর্গানিক পন্যের চাহিদা দিন দিন বাড়ছে।বাড়ছে এসব পণ্যের উৎপাদন ও বিক্রয়কেন্দ্র।এক দশক আগেও রাজধানীতে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছিল যারা খাঁটি পণ্য সরবারাহ এবং বিক্রয় করতো। এখন এ–জাতীয় অর্গানিক পন্যের প্রতিষ্ঠান অনেক। এদের মধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান তাদের সততার জায়গা ঠিক রেখে আসছে।একতা মার্ট মানুষের সুস্বাস্থ্যের জন্য সাজিয়েছে অর্গানিক পন্যের বাহার এবং ধরে রেখেছে তাদের গুনগত মান।
প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র একতা মার্ট,মিরপুর-১
মিরপুর রোডের এই প্রতিষ্ঠান এ পাওয়া যাচ্ছে পাবনার ভাঙ্গুরার প্রিমিয়াম ঘি, ৫০০ গ্রাম ৭০০ টাকা,বাটার ৫০০ গ্রাম ৬০০ টাকা,আছে রান্নায় খাঁটি সরিষার তেল, তেল প্রতি লিটার ২৮০ টাকা,প্রাকৃতিক চাকের মধু ১ কেজি ১২০০ টাকা,সরিষা ফুলের মধু ১ কেজি ৪৫০ টাকা,চীয়া বীজ ২৫০ গ্রাম ৩০০ টাকা,সকল প্রকার গুড়ামসলা যেমন মরিচ গুড়া ৪০০ গ্রাম ৩২০ টাকা,হলুদ গুড়া ৫০০ গ্রাম ২৫০ টাকা,ধনিয়া গুড়া ৪০০ গ্রাম ২০০ টাঁকা,জিরা গুড়া ৪০০ গ্রাম ৬০০ টাকা
ফেসবুক পেজঃ https://www.facebook.com/EkotaMartLimited
ওয়েবসাইটঃ https://shop.ekotamart.com/ অথবা https://ekotamart.com/
মোবাইল: 01906-297955
তাদের অনলাইন/অফলাইনে আমাদের থেকে নিশ্চিন্তে পন্য নিতে পারবেন। এর জন্য আপনি পাবেন
✅১ টাকা অগ্রিম দেওয়া ছাড়া অর্ডার করার সুযোগ।
✅ক্যাশ অন ডেলিভারি।
✅ঢাকায় ডেলিভারি চার্জ ফ্রী।
✅এছাড়া ওয়েবসাইট ঠেকে অর্ডার করলে পাচ্ছেন ৫% ডিস্কাউন্ট
ফোনে অর্ডার করুনঃ 01906-297957
হেল্পলাইনঃ 01906-297955
সরাসরি পন্য নিতে যোগাযোগ করুনঃ"মিরপুর-১" মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটের পঞ্চম তলা ৫১ - ৫২, মিরপুর -১,ঢাকা ১২১৬
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
খাটি মধুর নিশ্চয়তা দিচ্ছে "একতা মার্ট"
১০ সেপ্টেম্বর ২০২৪
১ টাকা অগ্রিম ফি দেওয়া ছাড়াই খাঁটি সরিষার তেল দিচ্ছে
০৮ সেপ্টেম্বর ২০২৪
"সুপার ফূড" চিয়া সিড খেলে শরীরে যে পরিবর্তনগুলো লক্ষ করবেন
০১ আগস্ট ২০২৪
অর্গানিক পন্যের খোঁজে ভরসা যখন একতা মার্ট
০২ জুলাই ২০২৪
গরমে ক্লান্তি দূর করতে খাবেন যেসব খাবার
২১ এপ্রিল ২০২৪
ইফতারিতে যা খাবেন আর খাবেন না
১১ মার্চ ২০২৪