১০০ জন সহকারী পরিচালক নিচ্ছে বাংলাদেশ ব্যাংক
ডেস্ক রিপোর্ট
270
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩ | ১০:০৭:৩৪ এএম
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ৬ জুলাই বা এর আগে যাঁদের স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারা আবেদন করতে পারবেন।
বয়স
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
একতা মার্টে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আইটি সেবা লিমিটেডে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আইটি সেবা লিমিটেডে গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা
১৭ জানুয়ারী ২০২৪
IT Sheba 24 Dot Com এর জরুরি মিটিং
০২ ডিসেম্বর ২০২৩
চাকরির সুযোগ দিচ্ছে ইবনে সিনা
২৩ সেপ্টেম্বর ২০২৩