আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
311
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ | ০২:০১:৩১ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে মঙ্গলবার সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
সভায় জানানো হয়, দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। ২০২৩ সালের ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এর আগে, প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা. নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
একতা মার্টে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আইটি সেবা লিমিটেডে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আইটি সেবা লিমিটেডে গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১০ মার্চ ২০২৪
আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা
১৭ জানুয়ারী ২০২৪
IT Sheba 24 Dot Com এর জরুরি মিটিং
০২ ডিসেম্বর ২০২৩
চাকরির সুযোগ দিচ্ছে ইবনে সিনা
২৩ সেপ্টেম্বর ২০২৩