ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১১ মার্চ ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা


ডেস্ক রিপোর্ট
277

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ | ১২:০৭:২৮ পিএম
ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা ফাইল-ফটো



এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নয়টি নির্দেশনা দিয়েছে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

নির্দেশনাগুলো হলো : 

১. শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংলগ্ন আশেপাশে স্বচ্ছ পানি জমার সম্ভাবনাময় জায়গা চিহ্নিত করে একদিন পরপর তা পরিষ্কার করতে হবে।

২. অব্যবহৃত পানির পাত্র ধ্বংস বা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।

৩. অব্যবহৃত হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে; লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে।

৪. কোন জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে বা জমা পানি নিষ্কাশন করতে হবে।

৫. দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

৬. ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন/পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৭. ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে হবে।

৮. শিক্ষার্থীদের প্রত্যহ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ অবহিত করতে হবে।

৯. ওপরের সব বিষয় বাস্তবায়নে আপনার ব্যক্তিগত উদ্যোগ রাখতে হবে।


আরও পড়ুন:

বিষয়: