২৪ দিনে্ বৈদেশিক মুদ্রা এলো ১৪৯ কোটি ডলার
ডেস্ক রিপোর্ট
472
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ | ০৬:১১:৩৮ পিএম
দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় আবার সচল হয়েছে দেশের রেমিট্যান্সের চাকা। গত মাসের পর চলতি মাসেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে।
সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। চলতি নভেম্বরে বাড়ছে রেমিট্যান্সের গতি। প্রথম ২৪ দিনেই ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে (দৈনিক ৬ কোটি ২২ লাখ) মার্কিন ডলার। আর গত অক্টোবরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭১ লাখ (দৈনিক ৬ কোটি ১৭ লাখ) মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বর মাসে এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ (দৈনিক ৪ কোটি ৪৮ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন:
বাণিজ্য সম্পর্কিত আরও
ইন্টারনেট ব্ল্যাকআউট: ছয় দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো
২৭ জুলাই ২০২৪
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
২৪ মার্চ ২০২৪
ভারত থেকে আলু আমদানি
১৭ মার্চ ২০২৪
রমজান উপলক্ষে বাকিতে পণ্য আমদানির সুযোগ
১১ মার্চ ২০২৪
ব্যাংক খাতে শীর্ষ করদাতা সম্মাননা পেল ইসলামী ব্যাংক
২১ ডিসেম্বর ২০২৩
বঙ্গবন্ধু টানেলে এক মাসে চার কোটি টাকার টোল আদায়
২৯ নভেম্বর ২০২৩