ঢাকা মঙ্গলবার
০৮ অক্টোবর ২০২৪
১১ মার্চ ২০২৪

দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান "মনির ট্রাভেল এন্ড ট্যুরিজম" এর শুভ উদ্বোধন


ডেস্ক রিপোর্ট
47

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ০২:০৯:০৫ পিএম
দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান "মনির ট্রাভেল এন্ড ট্যুরিজম" এর শুভ উদ্বোধন ফাইল-ফটো



দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভুমিকা অপরিসীম। বিশেষ করে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক সংকটে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক চাপ কমান। এই সব রেমিট্যান্স যোদ্ধারা দেশে যাওয়া-আসার ক্ষেত্রে নানা সময় টিকেট জটিলতায় ভুগতে শোনা যায়৷ প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকেট সেবা, অনায়াসে ভ্রমণ ভিসা ও আমিরাতে পরিবার পরিজনকে নিয়ে আসাসহ যাবতীয় সেবা প্রদানের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে্র উম্মে আল খোয়াইন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মনির ট্রাভেল এন্ড ট্যুরিজমের শুভযাত্রা শুরু হয়েছে।

রবিবার ২২শে সেপ্টেম্বর ট্রাভেল উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী লায়ন মোহাম্মাদ মনিরুল ইসলাম।তার সাথে উপস্থিত ছিলেন রাশেদ আলী সাইফ মালাতাম আল আলী,নাজমুল ইসলাম (সচিব,বাংলাদেশ কনস্যু্লেট দুবাই),আমিরুল ইসলাম চৌধুরী এনাম প্রমুখ। এসময় সত্ত্বাধিকারী  লায়ন মনিরুল ইসলাম বলেন, "বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। প্রবাসীদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, বর্তমান সময়ে যেভাবে সাধারণ প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছেন তা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা আমাদের প্রথম কাজ৷ এছাড়া আমিরাত বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান।  বাংলাদেশের অনেকেই আমিরাতের সৌন্দর্য উপভোগ করতে আসতে চান, তাদের সহজে টুরিস্ট ভিসার সুযোগ করে দিতে আমরা প্রস্তুত।" এছাড়া বিভিন্ন প্রকার অফারের মাধ্যমে ট্রাভেল সেবা প্রদান করবে মনির ট্রাভেল এন্ড ট্যুরিজম।


আরও পড়ুন: