ঢাকা সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪
২৯ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধু টানেলে এক মাসে চার কোটি টাকার টোল আদায়


ডেস্ক রিপোর্ট
457

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩ | ১০:১১:০১ এএম
বঙ্গবন্ধু টানেলে এক মাসে চার কোটি টাকার টোল আদায় ফাইল-ফটো



চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার পর প্রথম ৩০ দিনে টোল আদায় হয়েছে ৪ কোটি ২ লাখ ৩৮ হাজার ৫০ টাকা। আর এই সময়ে মোট ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি চলাচল করেছে টানেল দিয়ে।
মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম ৩০ দিনের হিসেবে টানেল দিয়ে প্রতিদিন গড়ে যানবাহন চলেছে ৫ হাজার ৭০৪টি।দিনে গড়ে টোল আদায় হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ২৬৮ টাকা।
টোল ব্যবস্থাপক মোঃ. বেলায়েত হোসেন বলেন, দিন দিন টানেল দিয়ে যানবাহন চলাচল বাড়ছে  ‘সাপ্তাহিক ছুটির দিনে ১০ হাজার পর্যন্ত গাড়ি পার হচ্ছে। তবে অন্যান্য দিনে চার-পাঁচ হাজার গাড়ি পার হয়।
কর্ণফুলী নদীর একপাড়ে বন্দর নগরী, অন্যপাড়ে আনোয়ারা উপজেলার শিল্প এলাকা। ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে বানানো এই টানেলের মাধ্যমে এই দুই পাড় যুক্ত হয় গত ২৮ অক্টোবর।
১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় টানেলের দরজা। সাধারণ মানুষ চলাচলের প্রথম ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছিল ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।


আরও পড়ুন: