ঢাকা মঙ্গলবার
০৩ ডিসেম্বর ২০২৪
২৭ মে ২০২৪

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী নিহত,রাস্তায় ব্যাপক যানযট


ডেস্ক রিপোর্ট
301

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ | ১০:০৩:৫২ এএম
গাবতলীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী নিহত,রাস্তায় ব্যাপক যানযট ফাইল-ফটো



রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে গাবতলীর সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন। 

 

এদিকে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে আসাদগেইট পর্যন্ত।

 

দারুস সালাম থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।


আরও পড়ুন: