ঢাকা শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

বাথরুমে বালতির পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্য


ডেস্ক রিপোর্ট
171

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:০০ এএম
বাথরুমে বালতির পানিতে খেলতে গিয়ে শিশুর মৃত্য ফাইল-ফটো



ফেনীর একাডেমী এলাকার স্টেডিয়াম রোডেস্থ হাজী ভবনের তিন তলায় বাথরুমে বালতির পানিতে ডুবে তাসলিম তাবাস্সুম নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার হাজী ভবনে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জাহাঙ্গীর ঢাকায় ব্যবসা করেন। তারা স্টেডিয়াম রোডের হাজী ভবনের তিন তলায় ভাড়া বাসায় থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুর মা শিশুটিকে তার ফুফুর কাছে রেখে বাথরুমে গোসল করতে যায়। গোসল শেষ করে বাথরুম থেকে বের হয়ে জামা কাপড় শুকাতে ছাদে উঠেন। এর মধ্যে শিশুটি ফুফুর রুম থেকে বের হয়ে বাথরুমে প্রবেশ করে। বাথরুমের পানিতে খেলা করতে করতে বালতিতে থাকা পানিতে ডুবে যায়।

এ সময় শিশুটির মা ছাদ থেকে এসে দেখে শিশুটির মাথা বালতির তলায় আর দুই পা উপরের দিকে। শিশুটির মা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে শিশুটিকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন: