খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা
ডেস্ক রিপোর্ট
255
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:২০ পিএম
ফাইল-ফটো
কাজের তাড়নায় বা ব্যস্ততার কারণে আমরা সবসময়ই খাবার খাই দ্রুত। তবে দ্রুত খাবার খেলে শরীরের ওজন এবং মেদ বাড়ে বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। অপরদিকে খাবার যদি আস্তে আস্তে খাওয়া যায়, তবে এর ফলে যেমন অতিরিক্ত ওজন বাড়ে না, তেমনি রয়েছে আরও বেশকিছু উপকার।
চলুন দেখে নেওয়া যাক আস্তে খাওয়ার গুণ কী কী, কোন কোন কারণে আস্তে আস্তে খেলে ওজন বৃদ্ধি হয় না-
- বেশি পুষ্টি: খওয়ার সময় খাবার আস্তে খেলে অনেক বেশি পরিমাণে খাদ্য হজম করতে পারে শরীর। ফলে শরীরে মেদ কম জমে।
- মন ভালো থাকে: শুনে অবাক লাগলেও কথাটা সত্যি। তাড়াহুড়ো করে খেলে উদ্বেগের পরিমাণ বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভালো থাকে। তাতে ওজন বৃদ্ধি হয় না।
- হজম ভালো: বেশি করে চিবিয়ে খাচ্ছেন? তাতে খাবার হজমও হয় ভালো। খাবার যত বেশিক্ষণ মুখে থাকে, ততই তার মধ্যে থাকা চর্বি বা স্নেহপদার্থ ক্রমশ হজম হতে থাকে।
- ক্যালোরি কমানো: বেশি চিবিয়ে খেলে মুখের ব্যায়াম হয়। তাতে কিছু মেদ তো কমেই।
তাই দ্রুত খাবার খাওয়ার তুলনায় ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করাই সব থেকে উত্তম।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
খাটি মধুর নিশ্চয়তা দিচ্ছে "একতা মার্ট"
১০ সেপ্টেম্বর ২০২৪
১ টাকা অগ্রিম ফি দেওয়া ছাড়াই খাঁটি সরিষার তেল দিচ্ছে
০৮ সেপ্টেম্বর ২০২৪
"সুপার ফূড" চিয়া সিড খেলে শরীরে যে পরিবর্তনগুলো লক্ষ করবেন
০১ আগস্ট ২০২৪
অর্গানিক পন্যের খোঁজে ভরসা যখন একতা মার্ট
০২ জুলাই ২০২৪
গরমে ক্লান্তি দূর করতে খাবেন যেসব খাবার
২১ এপ্রিল ২০২৪
ইফতারিতে যা খাবেন আর খাবেন না
১১ মার্চ ২০২৪