ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৯ মে ২০২৪

বায়ু দূষণে দিল্লিকে পেছনে ফেলে দ্বিতীয় ঢাকা


ডেস্ক রিপোর্ট
275

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১০:১১:০০ এএম
বায়ু দূষণে দিল্লিকে পেছনে ফেলে দ্বিতীয় ঢাকা ফাইল-ফটো



বিশ্বে বায়ু দূষণে আজ সবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তারপরই অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার। গত কয়েকদিন দূষণ কিছুটা কম থাকলেও আজ তা বেড়েছে কয়েকগুণ। দূষণের তালিকেয় প্রথম লাহোর এবং দ্বিতীয় ঢাকা।

রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) ইনডেক্সে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। আজ ঢাকার বায়ু দূষণের মাত্র ২৫৩। যা খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে।

এদিকে প্রথম অবস্থানে থাকা লাহোরের মাত্রা ৩০৪, তৃতীয় অবস্থানে আছে দিল্লি, মাত্রা ২০২।

সাধারণত ৫০ থেকে ১০০-এর মধ্যে একিউআই স্কোর ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়, তবে কিছু মানুষের জন্য তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যক’ বলে মনে কর হয়।


আরও পড়ুন: